ইমো অ্যাপের মাধ্যমে করোনার টিকা গ্রহণে নিবন্ধন করা যাবে এবার। অ্যাপটি টিকা গ্রহণ করতে পারবেন এমন ব্যবহারকারীদের রি-ডাইরেকশনের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ও তারা যে হাসপাতালে টিকা গ্রহণ করতে ইচ্ছুক, তা নির্বাচনে উদ্বুদ্ধ করবে।
ইমো কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিবন্ধনকারীদের সংশ্নিষ্ট কর্তৃপক্ষের এসএমএসের মাধ্যমে টিকা গ্রহণের সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। অনিবন্ধিত জনগোষ্ঠীর কাছে নিবন্ধনের সুযোগ পৌঁছাতে উদ্যোগটি ভূমিকা রাখবে বলে মনে করছে ইমো।
নতুন এই ফাংশন পাওয়া যাবে অ্যাপের ‘এক্সপ্লোর’ ট্যাকে ‘কভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট’ নামে। এখানে ক্লিক করে ব্যবহারকারীরা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য কী করতে হবে, তার টিউটোরিয়ালও পাবেন; যেখানে দেখানো হয়েছে কীভাবে ধাপে ধাপে নিবন্ধন করা যাবে।