শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি, উয়গ্রো এবং সিনজেন্টা-এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সারাদেশে প্রান্তিক কৃষকদের জন্য ঋণ সুবিধা বাড়াতে উয়গ্রো এবং সিনজেন্টা-এর সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, কৃষকরা অ্যাপের মাধ্যমে সিনজেন্টা-এর নির্ধারিত আউটলেট থেকে কৃষি ইনপুট সংগ্রহের জন্য একটি ক্রেডিট লাইন পেতে সক্ষম হবেন। এমটিবি, উয়গ্রো এবং সিনজেন্টা-এর এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত মানের উৎপাদন নিশ্চিত করতে মসৃণ অর্থায়ন সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উয়গ্রোর কো-ফাউন্ডার ও সিইও, মোঃ মাহমুদুর রহমান এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান, খালিদ হোসেন ও এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে সহ উয়গ্রো এবং সিনজেন্টা-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ