বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর প্রধান কার্যালয়, ৬৮৭ মেহেদীবাগ, চট্টগ্রাম-এ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায়, উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ হ্রাসকৃত প্রসেসিং ফি ও সুদের হারে এমটিবি হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও, একইভাবে, উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর এ্যাপার্মেন্ট বিশেষ হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন।

এমটিবি’র মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন এবং উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, মোস্তফা আশরাফুল ইসলাম আলভি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উইকন প্রোপার্টিজ লিমিটেড-এর ফাহিম চৌধুরী, সিইও, আর্কিটেক্ট মাহাদি ইফতেখার, পরিচালক, রুবাইয়াত আবেদীন, হেড অব অপারেশন অ্যান্ড বিজনেস ও শাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক, ফাইন্যান্স এবং এমটিবি’র সৈয়দ মাহমুদ আখতার, হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন, চট্টগ্রাম, মোঃ ইশাক, হেড অব রিজিওন, চট্টগ্রাম, মোঃ তৌফিকুল আলম চৌধুরী, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস ও মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ