মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ট্রাস্ট আজিয়াটা পেমেন্ট (ট্যাপ), ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড-এর একটি মোবাইল আর্থিক পরিষেবা, সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি-এর অ্যাকাউন্টধারী ও যাদের ট্যাপ-এর সাথে একটি ওয়ালেট অ্যাকাউন্টও রয়েছে তাদের জন্য তিনটি পরিষেবা চালু করেছে । এই পরিষেবাগুলো চালু হওয়ার সাথে সাথে, এখন এমটিবি’র একজন অ্যাকাউন্টধারক তার এমটিবি অ্যাকাউন্ট থেকে ট্যাপ ওয়ালেটে, ট্যাপ ওয়ালেট থেকে এমটিবি অ্যাকাউন্ট-এ তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন এবং তার সাথে এমটিবি অ্যাকাউন্ট লিঙ্ক করে ট্যাপ ওয়ালেট থেকে “অ্যাড মানি” করতে সক্ষম হবেন। এমটিবি এবং ট্যাপ-এর মধ্যে এই গুরুত্বপূর্ণ সহযোগিতার অধীনে, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে এই পরিষেবাগুলোর ভিত্তিতে অন্যান্য পরিষেবাগুলির একটি গুচ্ছ অফার করবে।
এই অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, মুহম্মদ শামস্-উল-আরিফিন, হেড অব সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ও সল্যুশনস্ এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ট্যাপ -এর পক্ষে, শাহজালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, হেড অব সেলস্, ডিসট্রিবিউশন ও কমার্শিয়াল, হেফজুর রহমান, উপদেষ্টা, ফাইন্যান্স এবং ফসিহুল মোস্তফা তালাল, জেনারেল ম্যানেজার, হেড অব সেলস্ স্ট্র্যাটেজি, অপারেশন্স ও মার্চেন্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।