সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং ডটলাইনস বাংলাদেশ-এর মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক চুক্তি

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ডটলাইনস বাংলাদেশ-এর সাথে কর্মীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকার গুলশান-১-এ অবস্থিত ডটলাইনস-এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে চুক্তি বিনিময় করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং ডটলাইনস বাংলাদেশ-এর পরিচালক, খন্দকার মাহামুদুর আজাদ। “এমটিবি রিটেইল ফেস্ট ২০২৩” উদযাপনের অংশ হিসেবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ডটলাইনস বাংলাদেশ যৌথভাবে এই অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে ।

অনুষ্ঠানটিতে এমটিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজি, তাহসিন তাহের এবং হেড অব পে-রোল ব্যাংকিং, রাশিদ আহমেদ বিন ওয়ালি। অন্যদিকে, ডটলাইনস বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর, মহিউদ্দিন রাস্তি মোরশেদ ও ডিরেক্টর, মোহাম্মদ রেজাউল কবির। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ