সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি নিয়ে এলো “এমটিবি বিজিএমইএ কো-ব্র্যান্ডেড মাষ্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড”

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যবসায়িক সংগঠন ‘বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন(বিজিএমইএ)’-এর সদস্য প্রতিষ্ঠানসমূহের জন্যে বিশেষ সুবিধা সংবলিত “এমটিবি বিজিএমইএ মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড”-এর উদ্বোধন করেছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কো-ব্র্যান্ডেড কার্ডটি উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং অনুষ্ঠানে আগত বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্টবৃন্দ সহ ব্যাংকের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিজিএমইএ-এর সদস্য প্রতিষ্ঠান সমূহের স্বত্বাধিকারী/পরিচালক এবং এক্সিকিউটিভ’দের জন্য বিশেষভাবে চালু হওয়া এই কার্ডটিতে রয়েছে আকর্ষনীয় সুবিধা ও ফিচার সমূহ। এর ডুয়েল কারেন্সি ফিচার এর মাধ্যমে কার্ডহোল্ডাররা সহজেই দেশের ও দেশের বাইরে লেনদেন করতে পারবেন এবং ‘ডুয়েল ইন্টারফেস ফিচার’-এর মাধ্যমে ‘কন্টাক্ট’ ও ‘কন্টাক্টলেস’ লেনদেন করা যাবে। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন আকর্ষনীয় সুবিধা যেমন- লাউঞ্জকি-এর আওতায় বিশ্বে ১১০০-এরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি প্রবেশাধিকার, দেশজুড়ে ‘এমটিবি এয়ার লাউঞ্জে’-এ কম্পিøমেন্টারি প্রবেশ সুবিধা, মিট ও গ্রিট সার্ভিস, বছরজুড়ে নামীদামী ব্র্যান্ডে আকর্ষনীয় ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান সহ আরো অনেক সুবিধা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ