বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশন-এর ১১তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি, সীতাকুন্ড অগ্নিকান্ডে বিপন্ন মানুষের উদ্ধার কাজে, স্বীয় জীবন উৎসর্গকারী তেরো (১৩) জন শহীদ ফায়ারফাইটারদের পরিবারকে ১১তম এমটিবি ফাউন্ডেশন “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করেছে। ফায়ারফাইটারদের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ এমটিবি ফাউন্ডেশনের এই উদ্যোগ ও আয়োজন। এমটিবি ফাউন্ডেশন-এর ১১তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্তরা হলেন- মিঠু দেওয়ান, নিপন চাকমা, মোঃ ইমরান হোসেন মজুমদার, মোঃ রানা মিয়া, আলাউদ্দিন, শাকিল তরফদার, রমজানুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, গাউসুল আজম, রবিউল ইসলাম, ফরিদুরজ্জামান, শফিউল ইসলাম ও মনিরুজ্জামান।

এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক, সৈয়দ মঞ্জুর এলাহী, চেয়ারম্যান, মোঃ ওয়াকিল উদ্দিন, পরিচালক, রাশেদ আহমেদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মোঃ খালিদ মাহমুদ খান ও রেইস উদ্দীন আহ্মাদ, এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স), লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএসসি ও উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ), মামুন মাহমুদ-এর উপস্থিতিতে, সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে, “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ