মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশন ও মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর সাথে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে চোখের যতœ ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, এমটিবি ফাউন্ডেশন এবং মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) যৌথভাবে দেশের বিভিন্ন এলাকায় চক্ষু শিবির পরিচালনা করবে, যেখানে বিপুল সংখ্যক চিহ্নিত ছানি রোগীর ইসিপি-এমএসএস পার্টনার হাসপাতালে অস্ত্রোপচার করা হবে এবং চক্ষু স্ক্রীনিং পরিষেবা প্রদান করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা হবে। এছাড়াও প্রাথমিক চক্ষু পরিচর্যা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির গঠনমূলক সেশনও অনুষ্ঠিত হবে, তথ্যমূলক ফ্লায়ার (প্রচারপত্র) বিতরণ করা হবে এবং এই চক্ষু শিবির জুড়ে পোস্টার প্রদর্শন করা হবে।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, মোহাম্মদ নাজমুল হোসেনের উপস্থিতিতে মোঃ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, এমএসএস এবং সামিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমএসএস-এর উপদেষ্টা, তারিকুল গণি ও সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট-ইসিপি, আইরিন আক্তার এবং এমটিবি’র সহকারী ব্যবস্থাপক, নেহেরিন মাকসুদ উপস্থিত ছিলেন।

সামিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সিইও, এমটিবি ফাউন্ডেশন বলেন – ‘স্বাস্থ্যসেবা সবসময়ই এমটিবি ফাউন্ডেশনের জন্য একটি অগ্রাধিকার খাত এবং আমরা সুবিধাবঞ্চিতদের প্রাথমিক চক্ষু পরিষেবা প্রদানের মাধ্যমে তাদের সেবা করার প্রয়াসে আমাদের যৌথ মিশন পূরণের জন্য ইসিপি-এমএসএস-এর প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে পেরে আনন্দিত। এমটিবি ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে ইসিপি-এমএসএস-এর সাথে সংপৃক্ত হওয়ার পর থেকে ১৪টি চক্ষু শিবির পরিচালনা করেছে, ৪,৫০০ জন রোগীর চিকিৎসা করেছে এবং ৫৫০ টিরও বেশি ছানি রোগীর অপারেশন করেছে।’

মোঃ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, এমএসএস বলেন – ‘ইসিপি-এমএসএস ২০১৪ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে কাজ করছে। এমটিবি ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাদের ভিশন বাস্তবায়িত করতে তাদের অব্যাহত সহায়তার জন্য যখন আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার জন্য এগিয়ে যাচ্ছি।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ