ব্যাংকের ডিজিটাইজড সুবিধাগুলোকে আরো উন্নত করার লক্ষ্যে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, বিকাশ সম্প্রতি গ্রাহকদের জন্য ২৪/৭ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করেছে। এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পরিষেবা ডিস্ট্রিবিউটরদের জীবনকে আরো সহজ করে তুলবে। এর ফলে বিকাশের ডিস্ট্রিবিউটররা এমটিবি অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করে ই-মানি তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে এই সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন।
এ উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার-এ এক অনুষ্ঠানে, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, কামাল কাদীর এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান যৌথভাবে এই সেবা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, মোহাম্মদ নাজমুল হোসেন ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন এবং বিকাশ-এর চীফ কমার্শিয়াল অফিসার, আলী আহম্মেদ, চীফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার, মোহাম্মদ আজমল হুদা ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।