সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’’র “এম অটো লিড” অ্যাপ চালু

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের যুগান্তকারী অ্যাপ, “এম অটো লিড” লঞ্চ করার মাধ্যমে একটি অর্থবহ ডিজিটাল ব্যাংকে পরিণত হওয়ার পথে নিজেদের আরো এক ধাপ এগিয়ে দিলো। সময়োপযোগী এই অ্যাপটি ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এমটিবি’র নিরলস প্রয়াসে আরো একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। তালিকাভুক্ত অটো বিক্রেতাদের ক্ষমতায়নের জন্য ডিজাইন করা “এম অটো লিড” অটো সেলস লিড সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন অ্যাপটি চালু করার ঘোষণা দেন।

এখন প্লে-স্টোর (গুগল্)-এ অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই আইওএস(অ্যাপেল্)-এও আসতে যাচ্ছে। এই অ্যাপটি অটো ভেন্ডর সেলস এজেন্টদের সাথে নির্বিঘেœ কার্যকরভাবে সমণি¦ত হয়। কয়েককটি ট্যাপ-এর মাধ্যমে, বিক্রয় এজেন্টরা সম্ভাব্য গ্রাহকদের বিশদ বিবরণ লিখতে পারে এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিশেষজ্ঞ দলের কাছে প্রেরণ করতে পারে।

এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট, আজম খান, হেড অব ডিজিটাল ব্যাংকিং, খালিদ হোসেন, হেড অব রিটেইল নিউ বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, তাহসিন শহীদ, হেড অব রিটেইল প্রোডাক্ট, পোর্টফোলিও ও প্রোপজিশন, লতিফুল মান্নান চৌধুরী, হেড অব সিবিএস, ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, শরীফ আহমেদ এবং হেড অব ডেভেলপার ও ভেন্ডর রিলেশনশিপ, খন্দকার ফয়জুল্লা হেস সামি সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ