মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি উত্তর আমেরিকা ভিত্তিক একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক আর্থিক প্রকাশনা গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক প্রদত্ত ‘ওয়াার্ল্ডস্ বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংকস্ ইন এশিয়া-প্যাসিফিক ২০২২’ পুরস্কার জয়ের মাধ্যমে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে উন্নত দক্ষতা, হ্রাসকৃত পরিচালন ব্যয় এবং উন্নত নমনীয়তার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ব্যাংকটিকে এই বিশ্ব মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনে এগিয়ে দিয়েছে। ব্যাংক গত কয়েক বছর ধরে উদ্ভাবনী ডিজিটাল সমাধানগুলির মাধ্যমে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী প্রবৃদ্ধি সৃষ্টি করেছে। এমনকি কোভিড-১৯ মহামারীতে বিশ্ব থমকে যাওয়ার আগেই, এমটিবি ডিজিটাল উদ্ভাবন এবং রূপান্তরের ক্ষেত্রে একটি অন্য রকম ভবিষ্যতের কল্পনা করেছিল। সেই ভবিষ্যৎ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে “বাংলাদেশে শাখাবিহীন ব্যাংকিং”-এর সূচনা করতে সহযোগিতা করেছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এর রিট্জ-কার্লটন ডিআইএফসি হোটেলে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান সম্মানজনক অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন উপস্থিত ছিলেন। এমটিবি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য স্বনামধন্য ব্যাংকগুলোর সাথে যেমন – ডিবিএস, আইসিবিসি, সিটি, এইচএসবিসি, ব্যাংক অব জর্জিয়া, ফার্স্ট আবু ধাবি ব্যাংক, মেব্যাংক, ইউওবি ডিজিটাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব কাতার-এর সাথে মঞ্চ ভাগাভাগি করে।