রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবির পরিচালক হলেন ড্যানিয়েল ডি ল্যাঞ্জ

প্রকাশঃ

নরওয়েজিয়ান ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের (নরফান্ড) প্রতিনিধি হিসেবে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল ডি ল্যাঞ্জ। তিনি হারবার্ট লজিং জাগারের স্থলাভিষিক্ত হবেন। নরফান্ড বর্তমানে এমটিবির ৯ দশমিক ৫৩ শতাংশ শেয়ার ধারণ করছে। নরফান্ডের স্বত্বাধিকারী মূলত নরওয়ের সরকার। উন্নয়নশীল দেশসমূহে দারিদ্র্য হ্রাসকরণ ও ব্যক্তি খাতের উন্নয়নে নরওয়ের সরকারের তরফে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ তহবিলটি।

আর্থিক খাতে ড্যানিয়েল ডি ল্যাঙ্গের ৩০ বছরেরও বেশি সময় করার অভিজ্ঞতা রয়েছে এবং ব্যাংক ও আর্থিক খাতের আদ্যোপান্ত বিষয়ে তার বিষদ জ্ঞান রয়েছে। বর্তমানে তিনি হংকংয়ে অবস্থান করছেন। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি এশিয়ার বিভিন্ন দেশে কাজ করে চলেছেন।

দীর্ঘ ১৭ বছর তিনি জেপি মরগান চেজে কাজ করেছেন। এ সময়ে তিনি নিউইয়র্ক, জাকার্তা, ও হংকংয়ে কাজ করেছেন। সর্বশেষ তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন। বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে তিনি আন্ত-সীমান্ত লেনদেন সম্পন্ন করেছেন। বিজ্ঞপ্তি

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ