শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ওপার বাংলার বড়পর্দায় জ্যোতিকা জ্যোতি

প্রকাশঃ

‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবির মাধ্যমে ওপার বাংলার প্রথম অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০১৭ সালের এর শুটিং শুরু হয়। ছবিটি আগামী ২০ সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যোতিকা নিজেই।

তিনি বলেন, ভালো লাগছে, যখন জানতে পারলাম ছবিটি ২০ সেপ্টেম্বর আসছে। গত ১৬ আগস্ট ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। ওদিনই এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার খ্যাতিমান পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এতে শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং রাজলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকে।

ছবির গল্প প্রসঙ্গে জ্যোতি জানান, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নতুন মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হবে। এতে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে তাকে নামতে হয় দেহব্যবসাতে। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— সবই থাকছে এই ছবিতে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ