বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কক্সবাজারের উখিয়ায় এক্সিম ব্যাংকের ১৪০তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে এক্সিম ব্যাংকের ১৪০তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ (ডিসেম্বর ২৬, ২০২১) কোর্টবাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়ার রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ড. এস এম আবু জাকের, হোটেল দি কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল কৈয়ুম চৌধুরী এবং এক্সিম ব্যাংকে কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) বলেন এক্সিম ব্যাংক দেশের সকল এলাকাকে সমানভারে গুরুত্ব দিয়ে থাকে, এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে ব্যাংকের এই শাখা আজ উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের কোর্টবাজার শাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এই এলাকায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ