করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মাদারীপুরে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। এদিকে মুন্সীগঞ্জে শনিবার ৫ ব্যাংকারসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়ে গেছে। এছাড়া গাজীপুরে আরও ১১ পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৪৬ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্তদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ গার্মেন্টস, বেকারি ও ইটভাঁটিশিল্প এলাকা হতে গ্রামে ফিরেছেন।
করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
পূর্ববর্তী নিবন্ধ