শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনা সংক্রমনের ভয়ংকর স্পট হচ্ছে রাজধানী ঢাকা

প্রকাশঃ

দেশে আরাবও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। অন্যান্য জেলার তুলনায় রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধির হার অপেক্ষাকৃত দ্রুত। সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা না গেলে ঢাকায় দ্রুতই ভয়ংকর রূপ নেবে এই মহামারি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১ জানুয়ারি দেশে ৩৭০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। যার মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত ছিলেন ৩২৭ জন। মাত্র চারদিনের ব্যবধানে ৫ জানুয়ারি এই সংখ্যা পৌঁছেছে দেশে ৮৯২ জনে, যার মধ্যে শুধু ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। বাকিরা ঢাকা বিভাগের অন্যান্য জেলার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা যায়, গত ২ জানুয়ারি দেশে করোনা শনাক্ত হয়েছিলো ৫৫৭ জনের দেহে, যার মধ্যে ঢাকার ৪৮৫ জন। এরমধ্যে শুধু মহানগরেই শনাক্ত হন ৪৭৭ জন। ৩ জানুয়ারির বুলেটিনে জানা যায়, সেদিন দেশে করোনায় শনাক্ত হয়েছিলো ৬৭৪ জনের, যার মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৫৮০ জন। এরমধ্যে শুধু মহানগরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬৮ জনে পৌঁছায়। একদিন পর ৪ জানুয়ারি দেশে করোনা শনাক্ত হন ৭৭৫ জন। এরমধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৬৫৫ জন। শুধু ঢাকা মহানগরে আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে ৬৩৭ জনে পৌঁছায়।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৯২ জনের ৭২৩ জনই ঢাকার বাসিন্দা

গত ৫ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকায় করোনা সংক্রমণের হার প্রতিদিনই আগের দিনের তুলনায় বেড়েছে এবং এই হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তিনগুণ বেশি। এরইমধ্যে গত মঙ্গলবার করোনা মোকাবিলায় নতুন করে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী। এখন পর্যন্ত করোনায় মোট ১০ হাজার ১২৬ জন নারীর মৃত্যু হলো। মৃত্যুর হার ৩৬ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত ১৭ হাজার ৯২৪ জন পুরুষ করোনায় মারা গেছেন। মৃত্যুর হার ৬৩ দশমিক ০৫ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ