বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনাভাইরাসে আক্রান্ত দীপিকার সাথে গোটা পরিবার

প্রকাশঃ

মঙ্গলবার সকালে খবর আসে, বলিউডের এই সময়ের সবচেয়ে দামী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি বর্তমানে বেঙ্গালুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। কয়েক ঘণ্টা পার না হতেই জানা গেল, দীপিকা নিজেও করোনায় আক্রান্ত। শুধু তাই নয়, এই অভিনেত্রী পরিবারের সকল সদস্যই নাকি মহামারি ভাইরাসে আক্রান্ত। দীপিকা আপাতত বেঙ্গালুরের বাড়িতে পরিবারের সঙ্গে আইসোলেশনে রয়েছেন।

কয়েকদিন দীপিকার বাবা প্রকাশ, মা উজ্জ্বলা এবং ছোট বোন অনিশার উপসর্গ দেখা দেয়। সম্প্রতি করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এর মধ্যে প্রকাশের জ্বর না কমায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে, গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। কয়েক দিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে করোনার কবলে পড়ল গোটা পরিবার। তবে রণবীর সিংও করোনায় আক্রান্ত কি না, সেটা জানা যায়নি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ