বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, মোট মৃত্যু ৬৬

প্রকাশঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮), ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।

করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দিবাগত রাতে করোনার সাথে যুদ্ধে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনাকালে বাংলাদেশ পুলিশের ৬৬ সদস্যের মৃত্যু হলো।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ