মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় মৃত কর্মীদের পরিবারের মাঝে ৪ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ বিতরণ করেছে রাকাব

প্রকাশঃ

কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। শনিবার (০৬ নভেম্বর, ২০২১) ব্যাংকের রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী ১০ জন কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছে মোট ৪ কোটি ৭৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ (এডভাটইস) তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি মোঃ ইসমাইল হোসেন বলেন, ব্যাংক কর্মীরা করোনা কালীন সময়ে ফ্রন্ট ফাইটার হিসেবে নিষ্ঠার সাথে দেশ ও জাতির ব্যাংকিং সেবা অব্যাহত রেখেছেন। তাঁদের মৃত্যুতে পরিবার ও ব্যাংক যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অপূরণীয়। ব্যাংকের ডিএমডি মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রশাসন বিভাগের জিএম মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ