মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় স্পেনে একদিনে প্রাণ গেল আরও ৭১৮ জনের

প্রকাশঃ

একদিন আগেই মৃত্যু সংখ্যায় চীনকে ছাড়িয়ে গিয়েছিল স্পেন। এবার একদিনের মৃত্যুতে ইতালিকেও ছাড়িয়ে গেল তারা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা প্রায় কেড়েছে ৭১৮ জনের। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।

করোনাভাইরাস মহামারি রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশদের জন্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজারেরও বেশি। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন। এভাবে বাড়তে থাকলে দু-একদিনের মধ্যেই চীনকেও ছাপিয়ে যাবে তারা।

স্পেনে এপর্যন্ত ৭ হাজার ১৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন প্রায় সাড়ে ৪৬ হাজার। তাদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে হাজার ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৫ লাখ ২৮ হাজার ৫৭৭ জন, মারা গেছেন ২৩ হাজার ৯৫৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৩ জন।

ইতালিতে আরো ৭১২ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৮ হাজার ২১৫। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ২২ হাজার।

ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪৫ জনের। এরপর চীনে।  দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭ জনের। এরপর ইরানে ২ হাজার ২৩৪,  ফ্রান্সে ১ হাজার ৩৩১, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮২, যুক্তরাজ্যে ৪৭৭সহ বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত রোগীদের প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ