শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কুয়াশার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশঃ

ঘন কুয়াশার জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে গতরাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি।

বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ করে দেওয়ায় মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ