কুয়েত থেকে ১২৬ জন বাংলাদেশী প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই কুয়েতের কারাগারে আটক ছিলেন। মুক্তি পেয়ে আলজাজিরা এয়ারলাইন্স যোগে সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। খবর ওয়েবসাইটের।
সোমবার (২৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সাংবাদিকদের জানান, যে ১২৬ বাংলাদেশী নাগরিক দেশে এসেছেন তাদের মধ্যে ৪০ জনের পাসপোর্ট আছে। বাকিরা আউট পাস নিয়ে দেশে এসেছেন। তিনি বলেন, যারা এসেছেন তারা প্রত্যেকে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কেউ চুরি, মাদকাসক্ত বা অন্যান্য কারণে কুয়েতের কারাগারে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে সেটা লেখা আছে।