বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও বাংলাদেশ কৃষি ব্যাংক’ শীর্ষক এক আলোচনা সভা ১২ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। প্রধান অতিথি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্জন এবং নিরন্তর অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। ব্যবস্থাপনা পরিচালক স্বাগত বক্তব্যে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫আগস্টে নিহত সকল শহীদসহ বঙ্গমাতা বেগম মেখ ফজিলাতুন্নেছা মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, মীর মোফাজ্জল হোসেন এবং সালমা বানু, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী এবং সকল মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কৃষি ব্যাংকে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও বাংলাদেশ কৃষি ব্যাংক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ