বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কেনো শীতে প্রতিদিন আদা খাবেন?

প্রকাশঃ

শীতে আসলেই খুসখুসে কাশি, মাইগ্রেন, গলা ব্যাথা, বদহজম ইত্যাদি মৌসুমি রোগ-ব্যাধি যেন মাথা-চারা দিয়ে ওঠে। ওষুধ খেয়েও সহজে কাজ হয় না। তাই এই শীতে আদার রস খেলে খুব সহজেই মৌসুমি রোগ দূর হয়ে যায়।

গবেষণায় দেখা গেছে ১০০ গ্রাম আদায় রয়েছে ৮০ ক্যালরি এনার্জি, ১৭ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৭৫ গ্রাম ফ্যাট, ৪১৫ মিলিগ্রাম পটাশিয়াম এবং ৩৪ মিলিগ্রাম ফসফরাস। বুঝাই যাচ্ছে যে আদা সকল ঔষধিগুন সমৃদ্ধি উদ্ভিদ।

 স্বাস্থ্যের জন্য আদার বিশেষ গুনসমুহ:

১. আদার রস বদহজমের মহা ঔষধ, বুকজ্বালা বা গ্যাস অম্বলে আদা অত্যন্ত কার্যকরী।

২. আদার রসে উপস্থিত জিঞ্জেরল ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের মতো শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।

৩. আদার রসে কমে যেতে পাতে আর্থ্রাইটিস বা অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহের মতো সমস্যা।

৪. আদার রসে ক্যানসারের কোষগুলোর অস্বাভাবিক হারে বৃদ্ধি রুখে দিতে পারে ।

৫. মাইগ্রেনের সমস্যা উপশমে, আদার অ্যান্টিহিস্টামাইন, অ্যান্টিনসিয়া উপাদান মাথা-ধরার অস্বস্তি থেকে মুক্তি দিতে সক্ষম।

৬. ওজন কমানোর ক্ষেত্রে আদা পানি অতুলনীয়। ক্যালরি চটজলদি বার্ন করতে সক্ষম এই উদ্ভিদ। তাছাড়া আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়,মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। ফলে ওজন সহজেই নিয়ন্ত্রণে থাকে।

৭. উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আদা অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রতিদিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম আদাই যথেষ্ট।

৮. ঠাণ্ডা-গরমে খুসখুসে কাশি বা সর্দির সমস্যায় আদার রস খুবই কার্যকরী।

৯. ব্যাক্টেরিয়াঘটিত যে কোনো সংক্রমণ ঠেকাতে আদার রস খুবই কার্যকরী।

১০. আদাকুচি মুখে রাখলে বমি বমি ভাব,শারীরিক অস্বস্তি কমাতে উপকার পাওয়া যায়।

Cisco 300-101 Exam Download : Implementing Cisco IP Routing (ROUTE v2.0)

Do not let the cadres say CCDP 300-101 that they do not make any effort to pay attention to the international influence of ideas ah Why are you going Small Zhuang your class these people just eat here at noon ah, I call your brigade. Military sacrifices are often not on the battlefield, sacrifices in many small places is very serious, if I do not Cisco 300-101 Exam Download have this Cisco 300-101 Exam Download identity, it will not have 300-101 Exam Download this feeling because most of the soldiers think it is nothing to do with their two worlds, They have only two troops in the world and the homeland, me I have always been a college student in a big city. Any activity of the armed Implementing Cisco IP Routing (ROUTE v2.0) forces is linked to danger, and 100 security is really hard to Cisco 300-101 Exam Download achieve.

I like CCDP 300-101 to be Cisco 300-101 Exam Download ruled by 300-101 Exam Download a powerful Implementing Cisco IP Routing (ROUTE v2.0) man, obey him, obey him, and live under his protection. On February 5, 1989, he and Cisco 300-101 Exam Download Li Wei spent the Spring Festival together. Cash No, I beg http://www.examscert.com/300-101.html you, don t fight, he can t do anything. No, she is not your patient. She is my sister. He sneered a few words and sent her out.

Into the Military Academy changed the environment this grandson may be free not 300-101 Exam Download to say that the military management is not strict, as are Cisco 300-101 Exam Download the People 300-101 Exam Download s Liberation Army But I must tell the truth Military academies really can not be as strict as Cisco 300-101 Exam Download the special forces management. And then began formation, called number, called the name of the column out to form a new square team. Because, the fact can not be changed.Or how to call the truth Implementing Cisco IP Routing (ROUTE v2.0) When I was 18 years old, for the CCDP 300-101 first time, I learned what a tricky, cunning, and wisdoms genius was.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ