বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাইবান্ধায় হোসিয়ারি ক্লাস্টারে এমটিবি’র সিএমএসএমই প্রণোদনা ঋণ বিতরণ

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত ২২ মাচর্, ২০২২ তারিখে নয়ারহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় এক উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। সিএমএসএমই প্রণোদনা ঋণ কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানে নয়ারহাট হোসিয়ারি ক্লাস্টারের কোভিড-১৯ অতিমারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক বিভিন্ন কর্মকান্ডের জন্য প্রয়োজনীয় ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ মোঃ সেলিম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া কার্যালয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আখতারুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া কার্যালয় এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, এমটিবি। এছাড়া অন্যান্যদের মাঝে অনুষ্ঠানটিতে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষুদ্র উদ্যোক্তাগণ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর হেড অব এসএমই ব্যাংকিং ডিভিশন, সঞ্জীব কুমার দে ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-২, সৈয়দ মাহবুব মোরশেদ সহ এমটিবি গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ