শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

গাজায় ত্রাণ ঢুকল দুই সপ্তাহ পর

প্রকাশঃ

ইসরায়েলের হামলা আর অবরোধে বিপর্যস্ত গাজায় দুই সপ্তাহ পর ত্রাণসামগ্রী নিয়ে ঢুকেছে ২০টি ট্রাক।

বিবিসি জানিয়েছে, মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে ওষুধ ও খাবার নিয়ে গাজায় ঢুকেছে ২০টি ট্রাকের একটি বহর।

বিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে কয়েকদিন ধরেই রাফাহ ক্রসিংয়ে অপেক্ষায় ছিল এসব ট্রাক।

শনিবার ক্রসিংটি খুলে দেওয়ার পরপর ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে এই চিত্র দেখা গেছে। সেখানে কাজ করছেন জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের কর্মীরা।

তবে ক্রসিংটি কতদিন খোলা রাখা হবে তা জানা যায়নি। ইসরায়েল আপাতত ত্রাণের ২০টি ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে।

ইসরায়েলের হামলা ও অবরোধে খাবার, পানি, জ্বালানির সঙ্কটে থাকা লাখ লাখ গাজাবাসীর জন্য এ সহায়তাকে ‘সাগরে এক ফোঁটা জল’ হিসেবে তুলনা করেছে গাজায় জাতিসংঘের সাহায্য সংস্থা।

রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের কর্মকর্তা জুলিয়েট তৌমা বলেছেন, “গাজার নাগরিকদের টেকসই এবং ধারাবাহিক মানবিক সহায়তা দরকার… বিশেষ করে পানি সরবরাহ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি।”

পানির পাম্পগুলো চালানোর জন্য অবশ্যই জ্বালানি দরকার জানিয়ে তিনি বলেন, “গাজায় পানি ফুরিয়ে আসছে, কোথা কোথাও একেবারেই পানি মিলছে না।”

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ