বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাবতলীতে তুরাগ নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৭

প্রকাশঃ

রাজধানীর গাবতলীর আমিন বাজার কয়লাঘাট এলাকায় তুরাগ নদীতে ট্রলার ডুবি -র ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর সূত্রে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনো আমরা কাউকে উদ্ধার করতে পারিনি।

আরও পড়ুন : সদরঘাটে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের দুইজনের লাশ উদ্ধার

ট্রলারে কত জন যাত্রী ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ