রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গার্মেন্টস খাতকে ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে

প্রকাশঃ

করোনাভাইরাসের সংক্রামনে রোধে দেশের চলমান পরিস্থতিতে গার্মেন্টেস খাতকে ক্ষতি পূরণ হিসেবে অনুদান নয়, ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মালিক চাইলে তারা সরকারি স্বাস্থ্য বিধি মেনে গার্মেন্টেস কারখানা চালাতে পারবেন।

বুধবার (১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যাঁরা কারখানা চালাতে চান, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে কারাখানা চালাবেন। পোশাক কারখানার জন্য যে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা দান নয়। এটি ২ শতাংশ সুদে দেওয়া হয়েছে। সেটা সময়ের ব্যবধানে পরিশোধ করতে হবে। কীভাবে তা শ্রমিকদের কাছে দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ