বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গুজব ছড়ানোয় বন্ধ করে দেওয়া হচ্ছে কিছু নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব লিংক

প্রকাশঃ

পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন এবং ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোর কারণে গত ১৬ দিনে ১০টি নিউজ পোর্টাল বন্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। আজ বুধবার সকালে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, ৬০টি ফেসবুক পেজ ও ২৫টি ইউটিউব চ্যানেলও একইসঙ্গে বন্ধ করা হয়েছে। এছাড়া গুজব ঠেকাতে ও প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারাদেশের সব থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

গুজব ছড়ানোয় এ পর্যন্ত ৩১ মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ বিষয়ে সপ্তাহব্যাপী সচেতনতা সপ্তাহ শুরু হবে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিংক খুঁজে পায়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।

তিনি বলেন, গুজব ছড়ানোর দায়ে আটক হওয়া অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শেয়ার দেন। কিন্তু একটা শ্রেণি বিদেশে বসে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়েছে।

আইজিপি আরো বলেন, ছেলেধরা সন্দেহ হলে পুলিশে খবর দিন কিন্তু গণপিটুনি দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ