সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম-কলকাতা রুটে যাত্রীর বেশি ফ্লাইট কম

প্রকাশঃ

চট্টগ্রাম-কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের সপ্তাহে ছয়টি ফ্লাইট ছিল, গত ৩১ মার্চ থেকে তা কমিয়ে তিনটিতে এনেছে বেসরকারি এই বিমান সংস্থা। জানা গেছে চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট চালুর জন্য চট্টগ্রাম-কলকাতা রুটের ফ্লাইট কমিয়ে দিয়েছে। তবে যাত্রী বেশী থাকলেও ভারতে বিমান চলাচলের অনুমতি না থাকায় ফ্লাইট বাড়াতে পারছে না দেশিয় বিমান সংস্থাগুলো। ইউএস বাংলার আর ফ্লাইট কমায় যাত্রীর চাপ পড়েছে রিজেন্ট এয়ারের ওপর। কারণ রিজেন্ট এয়ারের সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। আর ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও ছোট বিমান এবং ভাড়া বেশি হওয়ায় যাত্রী আকর্ষণ করতে পারছে না বাংলাদেশ বিমান।

জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে পাঁচদিনে ৩,৫০০ ভারতীয় ভিসা ইস্যু হয়। কিন্তু তিনটি বিমান সংস্থার ১২টি ফ্লাইটে সপ্তাহের যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে ১,৯২৬ জন।

ফ্লাইট কমানোর কারণ হিসেবে ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম বলেন, ‘মূলত চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনার জন্য আমরা চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট তিনটিতে নামিয়েছি। এই রুটে যাত্রী প্রচুর থাকলেও ফ্রিকোয়েন্সি না থাকায় আমরা বাড়তি ফ্লাইট পরিচালনা করতে পারছি না। বর্তমানে ভারতে আমাদের ১৩টি ফ্রিকোয়েন্সির মধ্যে ঢাকা-কলকাতা রুটে সাতটি, চট্টগ্রাম-কলকাতা রুটে তিনটি, চট্টগ্রাম-চেন্নাই রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছি। আমরা ভারতে বাড়তি ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছি। অনুমোদন পেলে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই রুটে যাত্রী পরিবহন শুরু হবে।’

রিজেন্ট এয়ারের পরিচালক (মার্কেটিং) সোহায়েল মজিদ বলেন, ‘আগে থেকেই আমরা ফুল ফ্লাইট বা পূর্ণ সক্ষমতার যাত্রী নিয়ে চলতাম। এখন চাপটা বাড়ছে কিনা কিছুদিন পর বোঝা যাবে। তবে আমরা ভাড়াও বাড়াইনি।’

যে সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে তাতে দিনে সকাল-বিকেল ফ্লাইট হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্রিকোয়েন্সি না থাকায় আমরা বাড়তি ফ্লাইট চালাতে পারছি না। চট্টগ্রাম ও ঢাকা থেকে আমরা সপ্তাহে অনুমোদিত ১৪টি ফ্লাইটই পরিচালনা করছি।’

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, চলতি এপ্রিল ও মে মাসে দুটি বোয়িং ৭৩৭ বিমান যুক্ত হচ্ছে বিমান বহরে। তখন যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে আমরা প্রয়োজনে বোয়িং বিমান যুক্ত করবো এই রুটে।

Cisco 300-080 Exam Materials

According to well known insider, because of its allegedly sweet career host boss, due to the onset of myocardial infarction rescue is not timely and died, resulting in a loss of love Troubleshooting Cisco IP Telephony and Video (CTCOLLAB) 300-080 Exam Materials building pillar and instantly collapsed. She kept teasing myself.She was commissioned by everyone to accompany her show to the provincial capital Cisco 300-080 Exam Materials and spent a day at her home. Xiao Qin pride soon kneeling on the ground under CCNP Collaboration 300-080 Exam Materials the tearful Road, I kowtow to you the elderly. Her will is coming down.She asked, CCNP Collaboration 300-080 why did you hold me down He said frankly and coyly that the problem was well mentioned. The woman said, Qin child, I find you looking for a few days, so difficult though speaking, as long as we can Cisco 300-080 Exam Materials help one, no two words.

CCNP Collaboration 300-080 I gave it in the restaurant. 300-080 Exam Materials You called the phone and 300-080 Exam Materials you Cisco 300-080 Exam Materials didn t answer it. She wore a pair of knee length Troubleshooting Cisco IP Telephony and Video (CTCOLLAB) boots with a suit. So the job of working in the bank was Ma Ying helped her Cisco 300-080 Exam Materials find it.

Oh, peacekeeping, it really looks CCNP Collaboration 300-080 so scenery Every time I see a blue helmeted soldier in TV news, I always think of those things I have ever carried back and always think of the stories that happened to myself. But I really did not cry.Because I know I can not stop crying, I have no way to write down. I had wanted to tell her, but really did not find a chance.Xiaoying really happy, I do not have the heart to tell her. I lit, did not smoke.I put the smoke on the 300-080 Exam Materials window, watching the smoke a little bit by the wind. 3, UNPF personnel leaving the barracks into the peacekeeping zone, whether it is on foot or by car, must be UNPF radio communications program to establish radio communications, headquarters battalion or operations at the battalion dispatch. Even local Cisco 300-080 Exam Materials minorities Cisco 300-080 Exam Materials did not let outsiders dare to go to the site to watch, to be honest Is messing with a lot of things but they are always able to save the day off the body escape Troubleshooting Cisco IP Telephony and Video (CTCOLLAB) the United States Pidianpidian Cisco 300-080 Exam Materials told me Zhuang see new things you go do not see Of course I dare not go Dead Absolutely by the local chiefs order Come on, the first of these young servants cut me chop eight big ancestors say But people do not care, Maori are Maori brothers are definitely not the general bird or go everywhere to see the bully, really is the thing did not come back can you explain That is the 300-080 Exam Materials nature of people s nation ah What is their ancestors like to eat what you still check to find that I do not have a bird and no relationship, I do not have that obligation.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ