বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে কনটেইনার জটের সম্ভবনা

প্রকাশঃ

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট দেখা দেয়ার সম্ভবনা রয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে ইতমধ্যে কনটেইনার ডেলিভারির গতি কিছুটা কমে গেছে। সরকারি ছুটির কারণে আগামী কয়েকদিনে এ গতি আরও কমে যাবে।

ঈদের দীর্ঘ ছুটিতে বন্দরে যে কনটেইনারের চাপ সৃষ্টি হবে তা বন্দর কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে, এ চ্যালেঞ্জ মোকাবেলার সব প্রস্তুতিই নেয়া হয়েছে। সরকারি ছুটি থাকলেও কনটেইনার ডেলিভারির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা কাজ করবেন। তবে আমদানিকারকদের এজেন্টরা ওই সময় ডেলিভারি নিতে আগ্রহী নয়। এ কারণে বন্দরে কনটেইনার জমে যায়।

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোর কনটেইনার ধারক্ষমতা ৪৯ হাজার টিইইউএস (টোয়েন্টি ফিট ইকুইভিলেন্ট ইউনিটস)। স্বাভাবিক অবস্থায় ইয়ার্ডে ৩০-৩৫ হাজার টিইইউএস কনটেইনার থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ, হরতাল-ধর্মঘট এবং ঈদের ছুটিতে এ সংখ্যা আরও বেড়ে যাওয়ায় বন্দরে কনটেইনার জট দেখা দেয়। কনটেইনারের সংখ্যা ধারণ ক্ষমতার কাছাকাছি গেলে কিংবা অতিক্রম করলে জাহাজ থেকে কনটেইনার নামিয়ে রাখার জায়গা থাকে না। আবার কনটেইনার নাড়াচাড়া করা কিংবা ট্রেইলারে তুলতেও অসুবিধা সৃষ্টি হয়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বন্দরের তথ্য অনুযায়ী, শুক্রবার ৪ হাজার ৭৪০ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়েছে। শনিবার তা কমে দাঁড়ায় ৩ হাজার ৬১৬টিতে। অন্যবারের মতো এবারও মহাসড়কে ঈদের আগের এবং পরে মোট ৬ দিন খাদ্য ও রফতানি পণ্য বোঝাই গাড়ি ছাড়া পণ্যবাহী অন্য গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ঈদের ছুটিতেও বন্দরের সব বিভাগে কাজ হয়। শুধু ঈদের দিন ৮ ঘণ্টা পণ্য ডেলিভারি বন্ধ থাকে। আমরা সব সময়ই ডেলিভারি দিতে প্রস্তুত থাকি। কিন্তু সমস্যা হল, ছুটিতে সিএন্ডএফ এজেন্টরা পণ্য নেন না। এ কারণে বন্দরের ওপর চাপ বেড়ে যায়। তবে এবার আমরা সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের ঈদের ছুটিতে এবং এর পরে পণ্য ডেলিভারি নিতে বলেছি। যাতে কনটেইনার জট সৃষ্টি না হয়।

We Have Cisco 200-105 Vce Dumps

The Cisco 200-105 Vce Dumps reason was that Tong Yang was 200-105 Vce Dumps naturally Cisco 200-105 Vce Dumps clear. The End of the Day , I did not expect you to remember how Cisco 200-105 Vce Dumps much I liked this book. 200-105 Vce Dumps Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) ICND2 200-105 You recall that the past is very vivid.

He also likes Cisco 200-105 Vce Dumps to 200-105 Vce Dumps sit in ICND2 200-105 Cisco 200-105 Vce Dumps Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) the living room and drive the Cisco 200-105 Vce Dumps two and a 200-105 Vce Dumps half large air conditioners. It was said Cisco 200-105 Vce Dumps that she could not fly. We can t see the mother in law.

Went to Feng Tianfu sent a secret purpose, with Feng Tianfu immediately Ange s younger brother An Guang and other people brought to justice, not to take one person out. Soon, the prefect with more ICND2 200-105 Cisco 200-105 Vce Dumps than a dozen officials from all counties welcome out, kneeling together to the front of the car said Jianyang Jianyang Jianyang asked 200-105 Vce Dumps Sheng I emperor Long live long live long live Zeng Guofan Cisco 200-105 Vce Dumps hurriedly sedan, Su, Taiwan two also dismounted. Also according to Zeng Guofan, the official meaning of the text, according to the police to inspect the Cisco 200-105 Vce Dumps Secretary Yamen borrowed several instruments of torture, but also prepared a temporary Cisco 200-105 Vce Dumps cell. My colleagues congratulated him Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) on his quick recovery and his appearance was much better than ever before.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ