সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৯ জন দগ্ধ

প্রকাশঃ

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ জাানান, যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে পরিবারের সবাই দগ্ধ হয়েছেন। সরেজমিন পরিদর্শন করে শর্ট সার্কিটে আগুনের লাগার আলামত পাওয়া গেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ