এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি আভাস দিয়েছে সরকার নির্ধারিত সাত দশমিক আট শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের টার্গেট পূরণ হবে না ।
আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতির প্রশংসা করলেও গতবারের চেয়ে এবারের প্রবৃদ্ধি কমবে বলেই আশংকা
উন্নয়নমূলক কর্মকান্ডে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানী ও রেমিটেন্স এবং কৃষি ও শিল্পের চাকায় ওপর ভর করে গেলো অর্থবছরে ৭ দশমিক আট ছয় শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের রেকর্ড করেছে বাংলাদেশ। টার্গেটের চেয়ে দশমিক চার ছয় শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জনের সাফল্য দেখে এবার আট শতাংশ ছাড়ানোর ব্যাপারে আশাবাদী সরকার।অর্থনীতির হাল-হকিকত বিশ্লেষণ করে এডিবি বলছে, বেশ ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশের অর্থনীতি।তবে, বেসরকারি বিনিয়োগ এখনো কম থাকায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির টার্গেট পূরণ সম্ভব হবে না। রোহিঙ্গাদের সহায়তায় দেয়া ১০ কোটি ডলারের বিশেষ অনুদান শেষ হলে নতুন করে আরো সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি।