মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮

প্রকাশঃ

করোনা ভাইরাসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। চীনের হুবেই প্রদেশে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এর ফলে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে এবং আক্রান্ত হয়েছেন আরো ৭২ হাজার ৪৩৬ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৭ জন।

এদিকে, চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এদের অর্ধেকই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ছাড়া করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উহানের উচাং হাসপাতালের প্রধান ডা. লিউ ঝিমিং। চীনা সংবাদমাধ্যম রেড স্টার নিউজ-এর বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডা. লিউ ঝিমিং অসুস্থ ছিলেন না কিংবা তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। এ জন্য তার এই আকস্মিক মৃত্যুতে সবাই অবাক হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ