খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে আইনি পদক্ষেপসহ সব ধরনের তৎপরাতা অব্যাহত রেখেছে জনতা ব্যাংক লিমিটেড। এবার ব্যাংকের ফার্মগেট কর্পোরেট শাখার টোকিও ওয়াচ এন্ড ইলেকট্রনিক্স এর মালিক মোঃ জাকির হোসেনকে ঋণ অনাদায়ে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, টোকিও ওয়াচ এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড এর মালিক মোঃ জাকির হোসেন নিজ নামে এবং স্ত্রী ও শ^াশুরীর নামে জনতা ব্যাংক লিমিটেডের ফার্মগেট কর্পোরেট শাখা হতে ঋণ নেন। দীর্ঘদিন এসব ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ না করায় ঋণগুলো খেলাপিতে পরিণত হয়ে যায়। এসব ঋণের সুদসহ দেনা দাঁড়ায় প্রায় এক কোটি ৭২ লক্ষ ২৮ হাজার টাকা। ব্যাংকের শাখা থেকে বার বার তাদাগা দেওয়ার পরও তিনি ঋণের কিস্তি পরিশোধ করেননি। ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে মামলা (নং৪৩১/২০) করে জনতা ব্যাংক কতৃপক্ষ। গ্রেফতারি পরোয়ানা এড়াতে ঋণ পরিশোধ করে দেবেন বলে আদালতে মুচলেকা দিয়ে তিনি শর্ত সাপেক্ষে জামিন নেন। কিন্তু এরপরও তিনি ঋণ পরিশোধ করেননি। গত শুক্রবার, ০৪ নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে খেলাপি আসামি মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করে।