মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ সাইফুল আলমের ডিএমডি হিসেবে পদোন্নতি লাভ

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ সাইফুল আলমকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে (নং ৫৩.০০.০০০০.৩১২.১২.০০১.২১.১১৩, তারিখ ১৭/১১/২০২২) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল আলম চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হতে একাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। তার দীর্ঘ ৩৫ বছরের চাকুরী জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক/এরিয়া প্রধান, বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। পেশাগত প্রয়োজনে তিনি আবুধাবি, ইতালি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড ভ্রমন করেন।
তিনি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ