সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের বিদায়ী এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের শ্রদ্ধা জ্ঞাপন

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেডের বিদায়ী এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ গত শুক্রবার (২৮ এপ্রিল, ২০২৩) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের পরিচালক মো. আব্দুল মজিদ, ডিএমডি ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. রমজান বাহার, জিএম এমইউএইচএম জাহাঙ্গীর, এ কে এম মুনিরুল ইসলাম ও আলী আহমেদ খান, সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ জনতা ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্রান্ডিং ও মুজিব কর্নারের সফট উদ্বোধন করেন। ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ