বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

টস জিতে নাজমুলদের ব্যাট করাতে পাঠালেন মাহমুদুল্লাহ

প্রকাশঃ

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শুক্রবার হওয়ার কথা ছিল। যদিও বৈরি আবহাওয়ার কারণে ফাইনাল পিছিয়ে নতুন দিন ঘোষণা করা হয় রবিবার (২৫ অক্টোবর)। পঞ্চাশ ওভারের এ টুর্নামেন্টে মুখোমুখি মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে নাজমুল একাদশকে ব্যাট করাতে পাঠিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশনে। বিসিবির ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ম্যাচটি।

তিন দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সবার উপরে থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে নাজমুল একাদশ।

অন্যদিকে লিগপর্বে দুইবারই নাজমুল একাদশের বিপক্ষে হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তাই ফাইনালের মাধ্যমেই প্রতিশোধ তোলার সেরা সুযোগ তাদের কাছে।

দুই দলের মূল শক্তি পেস অ্যাটাক। নাজমুল একাদশের হয়ে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ ও আল-আমিন।

অন্যদিকে মাহমুদুল্লাহ একাদশের জার্সিতে অসাধারণ বোলিং করেছেন রুবেল হোসেন ও ইবাদত হোসেন।

মাহমুদুল্লাহ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মাহমুদুল হাসান।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও নাসুম আহমেদ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ