মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশঃ

বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেকে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের।

বাংলাদেশ ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে। মুশফিকুর রহিম ৩৪ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী মাহমুদুল্লাহ। মুমিনুল হক ৩৭ রানে ব্যাট করছেন। সাদমান ও ইমরুল কায়েস ৬ করে রান তুলে আউট হন। মিঠুন করেন ১৩ রান।

শুরুতে উমেশ যাদবের বলে ক্যাচ হয়ে ফিরে যান ইমরুল কায়েস। এরপরই ইশান্ত শর্মা সাজঘরে ফেরান সাদমান ইসলামকে। মোহাম্মদ শামির ফেরান মোহাম্মদ মিঠুনকে। মুমিনুল-মুশফিকে ভরসা দেখছিল দল। কিন্তু তিনিও দলের ৯৯ রানে বোল্ড হন।

টেস্টের বড় চিন্তা থাকে টস এবং উইকেট। টস কোন অধিনায়ক জিতবেন তার নিশ্চয়তা দেওয়া যায় না। পেসাররা শুরুর কয়েক ঘণ্টা রাজত্ব করবেন। শুরুতে তাই সাদমান, মুমিনুলদের ভারতীয় পেস আক্রমণ সামলাতে হবে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

Camaro Cover

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ