শুক্রবার, ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ চেক বিতরণ

প্রকাশঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৪১ লক্ষ (২৪.১ মিলিয়ন) টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২২ মে ২০২৫ইং তারিখে টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ জন নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২৪১.০০ লক্ষ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো: আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ডেভেলাপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর এডিসি জনাব মো: ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) জনাব মো: শোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইতোমধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৫১ (একশত একান্ন) কোটি টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছে আরও প্রায় ২৭০ (দুইশত সত্তর) কোটি টাকা বিতরণ প্রক্রিয়াধীন আছে। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক জনাব মো: আব্দুল খালেক স্বাগত বক্তব্য এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মো: আব্দুর রহিম বক্তব্য প্রদান করেন। উক্ত কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান জনাব মো: রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ