শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

প্রকাশঃ

ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকার কারণে ডিসেম্বর মাসে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করবে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলা এয়ারলাইনন্সের ফ্লাইট চলছে।

ইউএস-বাংলার পাবলিক রিলেশনস ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, অতিরিক্ত তিনটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর স্থানীয় সময় রাত আটটায় এবং কুয়ালালামপুরে পৌঁছাবে রাত দুইটায়। অন্যদিকে কুয়ালালামপুর থেকে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর রাত তিনটায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর পাঁচটায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স মোট এগারোটি এয়ারক্রাফট (চারটি বোয়িং, চারটি এটিআর এবং তিনটি ড্যাশ ৮-কিউ) দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন রুটে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল করে আসছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ