রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা-দুবাই রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস

প্রকাশঃ

আগামী বছর অথ্যাৎ ২০২০ সালের জুন মাস থেকে ঢাকা-দুবাই রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইনস। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। বর্তমানে দুবাই-ঢাকা-দুবাইয়ের মধ্যে দিনে তিনটি ফ্লাইট চালু রয়েছে।

এমিরেটসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদ আবদুল্লাহ মিরন বলেন, ‘৪২টি বিজনেস ও ৩১০টি ইকোনমিক ক্লাসের আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০-এর চতুর্থ এই ফ্লাইট ২০২০ সালের ১ জুন থেকে চালু হবে।’

চতুর্থ ফ্লাইট ইকে ৫৮৮ দুবাই ছাড়বে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এবং ঢাকা পৌঁছাবে পরদিন ভোর সাড়ে ৫টায়। ফিরতি ফ্লাইট ইকে ৫৮৯ ঢাকা ছাড়বে সকাল ৮টায় এবং দুবাই পৌঁছাবে স্থানীয় সময় বেলা ১১টায়। বাংলাদেশি ভ্রমণকারীদের সঙ্গে লন্ডন, রোম, ফ্রাঙ্কফুর্ট, পোর্তো, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেক্সিকো সিটি, জোহানেসবার্গ, কেপটাউনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীর সঙ্গে যথাযথ সংযোগের বিষয়ে লক্ষ রেখে চতুর্থ এই ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে।

সাইদ আবদুল্লাহ বলেন, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে এমিরেটস এই নতুন ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ