ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। এবার ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ৪৫ জন আবেদনকারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ‘অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় উপাচার্য এ তথ্য জানান।
পাঁচটি ইউনিটের মধ্যে ‘চ’ ইউনিটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৫ জন।
অন্যদিকে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা হবে ‘খ’ ইউনিটে। এ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে লড়বে ৪৭ হাজার ৬৩২ জন। সেই হিসাবে আসনপ্রতি লাড়বেন ২০ জন শিক্ষার্থী।
এছাড়া ‘ক’ ইউনিটে এক হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৬৫ জন। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৩৭৪ জন অর্থাৎ আসনপ্রতি লড়বেন ২২ জন শিক্ষার্থী।
‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৭০টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। সেই হিসাবে আসনপ্রতি লড়বে ৭৪ জন।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। সেগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি এক লাখ ৬৪ হাজার ৬০৬ জন। ঢাকার বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক ৩৬ হাজার ১০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে। সবচেয়ে কম সাত হাজার ৯১ জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবে।
আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।