বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা উদ্বোধন ১৭ জানুয়ারি

প্রকাশঃ

বৃহস্পতিবার ১৭ জানুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়  আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার শুরু হয়ে ৪দিনব্যাপী মেলা চলবে রবিবার (২০ জানুয়ারি) পর্যন্ত।

গত সোমবার পুরানা পল্টনের বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে  অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন এ কথা জানান। এ সময় সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ এবং শামীম আহমেদ প্রমুখসহ উপস্থিত ছিল তাইওয়ানের ইয়োর্কাস ট্রেড এন্ড মার্কের্টিং কোম্পানির প্রেসিডেন্ট জুডি ইয়াং।

তিনি আরো বলেন এবারের মেলায় বিশ্বের ১৯টি দেশের ৪৮০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মোট ৭৮০টি স্টলে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ছাড়াও প্লাস্টিক শিল্পের সব ধরনের টেকনোলজি মেলায় প্রদর্শিত হবে। এ মেলায় থেকে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তা উপকৃত হবেন। তিনি আরও বলেন, এখন দেশে প্লাস্টিক পণ্যের ২৫ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়েছে। এর মধ্য থেকে সরকার ৩ হাজার ৫শ  কোটি টাকার রাজস্ব পায়। এ খাতে মোট ১২ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে। এ খাতকে আরও প্রসার করতে  প্লাস্টিক শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠান দাবি জানান তিনি।

চার দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Offer Cisco 400-051 Cert

She was very nervous and paid attention to the vice mayor s foot.He had a gentlemanly attitude and said that he would relax slowly. The three of them and the boss sat in the shade in front of the shop, without having told them to help the workers on the side of the tea. Xiao Qin made a deep breath, said, let s count it.The boring Arabic numerals, especially the deposit balances on the bank accounts of small northern restaurants, were actually pitiful three digits, enough to deprive them of their souls and to plunge CCIE 400-051 their glamorous passion and sensuality quickly to their freezing point and remove them from their beds The body of the heavens behemoth, towed back to the real Cisco 400-051 Cert world of fireworks. Jiacheng had thought and mentally prepared, but he really so clever, is CCIE Collaboration absolutely not thought of, Cisco 400-051 Cert http://www.passexamcert.com my heart dark call my mom, get the unitary reward from heaven, this is the first cosmos Energy then, there must be two, this time to participate in the fund raising is certainly the second big fortune, Zhen Yi Long real estate companies engage in fund raising place, is not it a field Cisco 400-051 Cert it, thousands of households to Minato, also Quite like the gathering of 400-051 Cert particles, the city s people to participate, it is a little taste of the universe.

Then I heard the sound of a nightingale, and the waves waved. In order to take care of my father, I quit my job and bought a Cisco 400-051 Cert small shop near the hospital. CCIE 400-051 If this does not work for our CCIE Collaboration spouse Then, after 6 months, we will meet at this tea restaurant. The time for their appointment was very short at first, and they ended 400-051 Cert up on the railway one or two back and forth, and then the father Cisco 400-051 Cert came to Hao Qiang s home and took me back. Someone Cisco 400-051 Cert told me that middle school is the stage of trying different identities. The hand supported the shaking body on the table.

Zhen Yi Long also considered a loyal man, he felt sorry for the total workers feel 400-051 Cert oppressed, fast CCIE 400-051 Cisco 400-051 Cert Cisco 400-051 Cert talking fast initiative to break Li Jia into financing things I know this person, I used to be the original shipyard, laid off because of disability. So, he insisted that all the restaurants in the market flaunt this dish that dish, is his mother alive, if he CCIE Collaboration asked him to talk about food on television, in addition to simmer soup secret of this family, what the full value of the food was not for http://www.testkingdump.com/400-051.html him to compliment. On the issue Cisco 400-051 Cert of money she Cisco 400-051 Cert did not ill treat him, he is not the opportunity to go getters, eat soft fried men.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ