মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক এবং জীবন বীমা কর্পোরেশন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

অদ্য ০৮-১১-২০২০ইং তারিখ রবিবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জীবন বীমা কর্পোরেশন এর মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবন বীমার পলিসি হোল্ডারদের প্রিমিয়ামের অর্থ সংগ্রহ এবং জীবন বীমা কর্পোরেশনের শাখাগুলো থেকে প্রেরিত অর্থ নির্বিঘেœ অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখার মাধ্যমে রিয়েল টাইম ভিত্তিতে জীবন বীমা কর্পোরেশন এর মূল হিসেবে জমা হবে ।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন জনাব মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাকসুদুল হাসান খান (সাবেক সচিব) , চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, জীবন বীমা কর্পোরেশন এবং জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড। এছাড়াও এ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জীবন বীমা কর্পোরেশনের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে চুৃক্তি স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক, জনাব জাকিয়া বেগম এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক, জনাব সেখ কামাল হোসেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ