শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

থাইরয়েড সমস্যার লক্ষণ ও করনীয়

প্রকাশঃ

থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয়। থাইরয়েডের অকার্যকরিতা শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। সাধারণত দুই ধরনের থাইরয়েড সমস্যা হয়ে থাকে। একটি হাইপার থাইরয়েডিজম, অপরটি হাইপোথাইরয়েডিজম।

হাইপারথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে ও হাইপোথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে না।

হাইপোথাইরয়ডিজমের লক্ষণ: হাইপোথাইরয়ডিজমের কারণে অবসাদগ্রস্ত, অলসতা, ঘুম ঘুম ভাব, ত্বক খসখসে হয়ে যাওয়া, পা অল্প ফুলে যায়, ঘাড়ের সামনে ফোলা, ক্ষুধামান্দ্য শুরু হয়, চুলপড়া শুরু করে, বিষণ্ণতা, ওজন বেড়ে যায়, স্মৃতিশক্তি হ্রাস পায়, কোষ্ঠকাঠিন্য হয়, রক্তচাপসহ বিভিন্ন সমস্য দেখা দেয়।

হাইপারথাইরয়ডিজমের লক্ষণ: হাইপারথাইরয়ডিজম সমস্যা হলে ক্ষুধা বেড়ে গেলেও ওজন কমতে থাকে, প্রচণ্ড গরম লাগে, বুক ধড়ফড় করে, কম স্মৃতিশক্তি, মেজাজ খিটখিটে হয়ে যায়, পিরিয়ডের সমস্যা দেখা দেয়, ত্বক কালো হয়ে যায়, হার্টের সমস্যা হতে পারে, হাড়ের ক্ষয় শুরু হয়, চোখ কোটর থেকে বেরিয়ে আসে, বন্ধ্যত্ব হতে পারে।

তবে একটি উপাদান রয়েছে, যেটি থাইরয়েডের সমস্যা কমাতে অনেকটা সাহায্য করে। আর উপাদানটি হলো ওয়াল নাট বা আখরোট।

উপাদান:  ৪০ পিস সবুজ ওয়ালনাট বা আখরোট, এক কেজি অর্গানিক মধু, একটি মাঝারি আকৃতির বয়াম

প্রণালি: বাদামগুলো ভালো করে ধুয়ে শুকান। এগুলো পরিষ্কার সুই অথবা ধারালো চাকু দিয়ে ছিদ্র করুন। বাদামগুলো বয়ামে ভরুন। এর পর এর মধ্যে মধু ঢালুন। এভাবে রেখে দিন। তবে মাঝেমধ্যে বয়ামের মুখ খুলে সূর্যের আলোতে দিন। থাইরয়েডের সমস্যা কমাতে প্রতিদিন সকালে ও বিকেলে দুই চামচ করে এটি খান।

তবে যেকোনো জিনিস নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।

এছাড়া, থাইরয়েডের সমস্যা হলে রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হোন। প্রথমে ওষুধ সেবন করুন। ওষুধে সুস্থ না হলে অস্ত্রোপচার করতে হবে। সমস্যার শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।

ISC SSCP Study Guides

ISC Certification SSCP Our manager is also responsible for every employee http://www.passexamcert.com s System Security Certified Practitioner (SSCP) new year and red envelope. If the boat is fine, then it will be remedy. Because of being hungry and tired, ISC SSCP Study Guides after a while, the leaves lying on the ISC SSCP Study Guides bed fell asleep. He noticed two of my SSCP Study Guides hands. Paper.

Xiao Qinzi hesitated to follow the walk, a foot into ISC SSCP Study Guides the threshold, impressively see the ISC SSCP Study Guides wall on the bed, posting a giant picture of a ISC SSCP Study Guides meter high, a pair of naked hair is completed male and female foreign devotions standing embracing Concentrate on the celebrity is still not fully informed of the men and women to understand the matter. Show children bravely confident not to be afraid of the East window incident, saying that he cheated his wife, saying that in the individual construction company owner to SSCP Study Guides open a car, the owner of the nightlife is particularly rich, always let the driver near the open room to sleep and wait for him late at night. It is ironic ISC Certification SSCP that he speaks any foreign language that foreigners can not understand. The handful of people who handled this issue have been upgraded because of the golden System Security Certified Practitioner (SSCP) rule of education that they had received as much as they had been vaccinated. Jiacheng most understand etiquette, grabbed Ruijuan to unitary father, cousin toast, ISC SSCP Study Guides by the way to Yue Zhang s mother, two daughters also borrow flowers buddha.

Oh, God. A penny kidnapper, do you know what it is I asked. Did she say nothing If she didn t say anything, why did Xiao Xie say that you are wild Don t you just fight for him with this injury If not what she said, how do SSCP Study Guides people in the System Security Certified Practitioner (SSCP) factory know It s hard to tell me if I ran to the factory The younger brother still wants to defend what, Ye Green has already gently thrown a sentence, yes, I said, what happened Jiang Aimin sneered two times and said, ISC Certification SSCP Study Guides you see that you still protect her, she is worthy of being your sister, even his own brother is betrayed It s a bad thing for animals Like a bomb detonating around, the green ear creaked, she bit her tongue tightly, and the mouth was filled with blood, but this anger did not last long, she relaxed. ISC SSCP Study Guides I haven t answered yet, the other ISC SSCP Study Guides said ISC Certification SSCP It s the pretty girl. He walked back against him in the shade of a tree.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ