মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

থুতনিতে মাস্ক থাকলে দ্বিগুণ জরিমানা

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে জীবন বাঁচতে মাস্ক পরিধান করার বিষয়ে মানুষকে আরও সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এদিকে মাস্ক পরিধান না করায় ৫০ জনকে অর্থদণ্ড ছাড়াও মাস্ক নিয়ে কারসাজি করার দায়ে চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুখে মাস্ক পরিধান না করে যারা থুতনিতে পরবেন তাদের দ্বিগুণ জরিমানা করার ঘোষণা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মূলত মাস্ক পরিধানে বাধ্য করে করোনাভাইরাসের হাত থেকে মানুষের জীবন বাঁচাতেই এমন কঠোর অবস্থান নেয়া হয়েছে সরকারের তরফ থেকে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকার বাড্ডা লিংক রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। অভিযানে মাস্ক না পরায় বিশ জনকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মাস্ক পরিধান করতে মানুষের মধ্যে উৎসাহ জাগাতে এবং সচেতনতা বাড়াতে মাস্কও উপহার দেন।

ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিংয়াকা জানান, কোন নাগরিককে জেল-জরিমানা করা তাদের উদ্দেশ্য না। সবাইকে সচেতন করতেই মূলত এটি পরিচালনা করা হচ্ছে। এর আগেও অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালানো হচ্ছে। তবে করোনাভাইরাস সম্পর্কে মানুষ সচেতন না হলে মানুষের জীবন বাঁচাতে এবং প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে প্রয়োজনে সরকার আরও কঠোর হবে। কারণ জনগণের যাতে মঙ্গল হয়, তা দেখার দায়িত্ব সরকারের।

এদিকে মাস্ক নিয়ে কারসাজি করায় রাজধানীর চারটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানকালে মাস্ক নিয়ে কারসাজির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ