ধারাবাহিক পতন ধারা থেকে বের হতে পারছেনা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। আজ সোমবারও সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে আজ ২৬৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৭১ কোটি ৬ লাখ টাকা।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে আজ। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪০৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।