শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশের দশ জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ৯১ জনের মৃত্যু

প্রকাশঃ

গত ২৪ ঘণ্টায় দেশের ১০ জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ১ জন, ও ঝিনাইদহে ১ জন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

সাতক্ষীরাতে মারা গেছে ১৪ জন। এর মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ও ১০ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

খুলনার তিনটি হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়ায় করোনায় মারা গেছে ৯ জন।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। জেলায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক সাত সাত শতাংশ।

অন্যদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১৬ জন, ফরিদপুরে ৫ জন, জামালপুর ও শেরপুরে একজন করে মারা গেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ