রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশের নতুন গ্যাসক্ষেত্রের উৎপাদন পরীক্ষণ শুরু

প্রকাশঃ

দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ‘ইলিশা-১’ এ উৎপাদন পরীক্ষণ কার্যক্রম (প্রোডাকশন টেস্টিং) শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৭২ ঘণ্টা চলবে বলে জানিয়েছে বাপেক্স।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার (২২ মে) রাত ৯টার দিকে আমরা ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপে উৎপাদনের যন্ত্রাংশ বসানোর কাজ শুরু করেছি। এটি চলবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। কার্যক্রম শেষ হলে কূপটি গ্যাস সরবরাহের জন্য রেডি থাকবে। পরে পাইপলাইন হলে গ্যাস সরবরাহ করা যাবে।’

বাপেক্সের এ মহাপরিচালক আরও বলেন, ‘নতুন এ গ্যাসক্ষেত্রের কূপে আমরা তিনটি স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি। এতে ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।’

ভোলার ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপ খননকাজ শুরু হয় গত ৯ মার্চ। খনন শেষে ২৮ এপ্রিল এটির প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়। ৭ মে দ্বিতীয় স্তরের ও ১৫ মে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা করা হয়। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইলিশা-১ গ্যাসক্ষেত্রকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্রে হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ